বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। ইতিমধ্যে আংটি বদলও সেরে নিয়েছেন। প্রেমিকের সঙ্গে আংটিবদলের ছবি পোস্ট করেছেন—খবরটি ভক্তদের জানিয়েছেন হলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনামিকায় আংটিসহ প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন লিন্ডসে লোহান। ছবি পোস্ট করে লিন্ডসে বলেন, “বাগদান সেরে নিয়েছি। এবার দেরি নয়। শিগগিরই বিয়ের আনুষ্ঠানিকতা হবে। দুইজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।”
লিন্ডসে লোহানের বরের নাম বেডার শ্যামাস। পেশায় ব্যবসায়ী তিনি। দুই বছর ধরেই তারা সম্পর্কে জড়িয়েছেন। যদিও লোহানের এটি দ্বিতীয় বাগদান। এর আগে রাশিয়ান এক ধনকুবেরের সঙ্গে আংটি বদল করেছিলেন এই অভিনেত্রী।
২০১৬ সালে লিন্ডসে লোহানের প্রথম বাগদানের সম্পর্ক ভেঙে যায়। অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন লিন্ডসে লোহান। এরপরই ইউরোপ ও দুবাইয়ে থাকতে শুরু করেন। সেখানেই বর্তমান প্রেমিক বেডারের সঙ্গে পরিচয় হয় লিন্ডসে লোহানের।
ডিসেম্বরে নেটফ্লিক্সে লোহান অভিনীত নতুন একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিটি দিয়ে দিয়ে অনেক দিন পর পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। তার বিপরীতে সিনেমায় অভিনয় করেছেন কর্ড ওভারস্ট্রিট।